April 21, 2025
cbi 3

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ফের একবার আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা।

এবার কয়লা পাচার মামলায় আসানসোলের বিশেষ CBI আদালতে, চূড়ান্ত চার্জ গঠন হওয়ার কথা ছিল। সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর এজলাসে কয়লা পাচার মামলার শুনানি ছিল। CBI-র উদ্দেশে বিচারপতির প্রশ্ন কতদিনে তদন্ত শেষ করবেন? কেন তারা হাজির হয়নি? CBI-এর তরফে আইনজীবী জানান, শারীরিক অসুস্থতার কারণে, তারা হাজিরা দিতে পারেননি।

শুনেই অভিযুক্ত পক্ষের আইনজীবীদের উদ্দেশে বিচারপতির সাফ কথা, ‘সবাইকে আদালতে হাজির করুন। শারীরিক কারণে আদালতে হাজির হতে না পারলে অ্যাম্বুল্যান্সে করে হলেও আনতে হবে’। এদিন সিবিআই মামলার চার্জশিট পেশ করার জন্য এক মাস সময় চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *